ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘টিকিট নয়, যুদ্ধ জয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
‘টিকিট নয়, যুদ্ধ জয়’ টিকিট হাতে পেয়ে খুশি যাত্রীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: কখনো দাঁড়িয়ে, কখনো বসে, এভাবেই অর্ধেক রাত পার। এরপর সকাল থেকেই শুরু টিকিটের জন্য লড়াই! ক্লান্তি-অবসাদে চোখ বন্ধ হয়ে আসছে, তবু পিছু হটার ইচ্ছা নেই সুহেনার। অবশেষে ‘সোনার হরিণ’ হাতে পেয়েই যেন দূর হয়ে গেছে সব কষ্ট! এখন শুধু বাড়ি ফেরার অপেক্ষা। স্বজনদের সঙ্গে ঈদ করার টিকিট পেয়ে যেন সব জয় করলেন এ কর্মজীবী নারী। শুধু সুহেনাই নন, কমলাপুর রেলস্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে এমন অনেকের মুখেই ফুটেছে দিগ্বিজয়ী হাসি।

মঙ্গলবার (৩০ জুলাই) দ্বিতীয় দিনের মতো চলছে রেলওয়ের আগাম টিকিট বিক্রি। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম, দেওয়া হচ্ছে ৮ আগস্টের টিকিট।

 

কমলাপুরে মিলছে যে ১৩ ট্রেনের টিকিট

কমলাপুরে রংপুর এক্সপ্রেসের টিকিট পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ছাত্রী তানজিলা। তিনি বাংলানিউজকে বলেন, ঈদের সময় বাসে রংপুর যাওয়া অনেক ভোগান্তির, আর যানজটও অসহনীয় হয়ে ওঠে। এর চেয়ে এক রাত কমলাপুরে কষ্ট করাই ভালো। তাই, বান্ধবীকে সঙ্গে নিয়ে রাতটা এখানেই কাটিয়েছি। টিকিট পাওয়ার পর মনে হচ্ছে সব কষ্ট সফল।

 ক্লান্ত হয়ে বসে পড়েছেন টিকিটপ্রত্যাশীরা।  ছবি: বাংলানিউজ

সিল্ক সিটি এক্সপ্রেসের টিকিট পেয়েছেন আমিনুল। তিনি বাংলানিউজকে বলেন, প্রায় ৭ ঘণ্টা অপেক্ষা করে অবশেষে কাঙ্ক্ষিত টিকিট পেলাম।

তবু চিরচেনা ভিড় কমলাপুরে

জানা যায়, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ১৩টি ট্রেনের টিকিট। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে চলাচলকারী এসব ট্রেনের আগাম টিকিট শুধু এ স্টেশন থেকেই দেওয়া হচ্ছে। এ ১৩টি ট্রেনে সবধরনের কোটাসহ মোট আসন সংখ্যা ১১ হাজার ৯৬৫টি।  

রাজধানীর বাকি চারটি স্টেশনে বিক্রি হচ্ছে অন্য অঞ্চলের টিকিটগুলো। সেগুলো হচ্ছে- বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন ও ফুলবাড়িয়া স্টেশন।  

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।