মঙ্গলবার (৩০ জুলাই) দ্বিতীয় দিনের মতো চলছে রেলওয়ের আগাম টিকিট বিক্রি। সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম, দেওয়া হচ্ছে ৮ আগস্টের টিকিট।
কমলাপুরে মিলছে যে ১৩ ট্রেনের টিকিট
কমলাপুরে রংপুর এক্সপ্রেসের টিকিট পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ছাত্রী তানজিলা। তিনি বাংলানিউজকে বলেন, ঈদের সময় বাসে রংপুর যাওয়া অনেক ভোগান্তির, আর যানজটও অসহনীয় হয়ে ওঠে। এর চেয়ে এক রাত কমলাপুরে কষ্ট করাই ভালো। তাই, বান্ধবীকে সঙ্গে নিয়ে রাতটা এখানেই কাটিয়েছি। টিকিট পাওয়ার পর মনে হচ্ছে সব কষ্ট সফল।
সিল্ক সিটি এক্সপ্রেসের টিকিট পেয়েছেন আমিনুল। তিনি বাংলানিউজকে বলেন, প্রায় ৭ ঘণ্টা অপেক্ষা করে অবশেষে কাঙ্ক্ষিত টিকিট পেলাম।
জানা যায়, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বিক্রি করা হচ্ছে ১৩টি ট্রেনের টিকিট। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে চলাচলকারী এসব ট্রেনের আগাম টিকিট শুধু এ স্টেশন থেকেই দেওয়া হচ্ছে। এ ১৩টি ট্রেনে সবধরনের কোটাসহ মোট আসন সংখ্যা ১১ হাজার ৯৬৫টি।
রাজধানীর বাকি চারটি স্টেশনে বিক্রি হচ্ছে অন্য অঞ্চলের টিকিটগুলো। সেগুলো হচ্ছে- বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন ও ফুলবাড়িয়া স্টেশন।
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/একে