ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের চার বছর পূর্তি উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
পঞ্চগড়ে ছিটমহল বিনিময়ের চার বছর পূর্তি উদযাপন মোমবাতি প্রজ্জ্বলন

পঞ্চগড়: ছিটমহল বিনিময়ের চার বছর পূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পন করায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছেন পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬টি ছিটমহলের বাসিন্দারা।

বৃহস্পতিবার (০১ আগস্ট) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসটি উদযাপন করেন বিলুপ্ত ছিটমহলবাসী।

এ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের গাড়াতি ছিটমহল এলাকার মফিজার রহমান কলেজ মাঠের শহীদ মিনারের বেদীতে চারটি মশালসহ মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পন, সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে মফিজার রহমান কলেজ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে গাড়াতি ছিটমহলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন গাড়াতি ছিটমহলের সাবেক চেয়ারম্যান ও ছিটমহল আন্দোলনের নেতা মফিজার রহমান, কলেজের অধ্যক্ষসহ বিলুপ্ত ছিটমহলের সহস্রাধিক অধিবাসী।  

২০১৫ সালের ৩১ জুলাই দিনগত রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করা হয়। এর মধ্য দিয়ে ১১১টি ছিটমহল বাংলাদেশের ভূখণ্ডের মানচিত্রে যোগ হয়। এতে করে প্রায় ৬৮ বছরের অবরুদ্ধ জীবন থেকে মুক্তি ঘটে ছিটমহলবাসীর। বাংলাদেশি ভূখণ্ডে যোগ হয় ১৭ হাজার ১৬০ দশমিক ৬৩ একর জমি।  

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।