বৃহস্পতিবার (০১ আগস্ট) রাত ১২টা এক মিনিটে সদর উপজেলার বিলুপ্ত ভিতরকুটি ছিটমহলে ৬৮টি মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসটির শুভ সূচনা করে স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাত ১২টা এক মিনিটে বাংলাদেশ-ভারতের ১৬২টি ছিটমহল বিনিময় হয়।
সদর উপজেলার ভিতরকুটি বাঁশপচাই সাবেক ছিটমহলের মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।
এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়, কবি ও সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি ও ভিতরকুটি (বাঁশপচাই) সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি হারুন-অর-রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে, শিশু-কিশোর ও বয়স্কসহ কয়েকশত নারী-পুরুষ দিনটি স্মরণীয় করে রাখতে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেন। একেই সঙ্গে হাতীবান্ধার উত্তর গোতামারী ও পাটগ্রামের বাঁশকাটা ছিটমহলে চতুর্থ বর্ষপূর্তি পালন করে সেখানকার বাসিন্দারা।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এনটি