ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অগ্রিম টিকিট বিক্রির অষ্টম দিনে ভিড় নেই গাবতলীতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, আগস্ট ২, ২০১৯
অগ্রিম টিকিট বিক্রির অষ্টম দিনে ভিড় নেই গাবতলীতে .

ঢাকা: আসন্ন ঈদুল আজাহায় বাড়ি ফেরার অগ্রিম টিকিট বিক্রির অষ্টম দিনে তেমন ভিড় নেই গাবতলীর বাস কাউন্টার গুলোতে। তবে প্রতিদিনের মতোই কাউন্টার গুলোতে চলছে টিকিট বিক্রি। গত ২৬ জুলাই থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

টিকিট প্রত্যাশী কলেজছাত্র জাকারিয়া নূর বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১ আগস্ট) আমার ফুফা মারা গেছেন তাই রংপুরে যাচ্ছি।

তা না হলে ঈদ করতে আগামী বুধবার (৭ আগস্ট) বাড়ি যেতাম। তবে যাত্রীর চাপ কম থাকায় সহজেই টিকিট পেয়েছি। আশা করি দ্রুত বাড়ি পৌঁছাতে পারবো।  

অগ্রিম টিকিট প্রত্যাশী ব্যবসায়ী নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, কোরবানির ঈদ করতে আগামী বৃহস্পতিবার (৮ আগস্ট) পরিবার নিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জ যাবো। অনলাইনে বাসের অগ্রিম টিকিট খুঁজে পেলাম না। তাই গাবতলীতে পাঁচটি টিকিট নিতে এসেছি। আশা করি সহজেই পেয়ে যাবো।

গাবতলী বাস টার্মিনালে সুরভী পরিবহন কাউন্টারের ম্যানেজার আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, বর্তমানে আমাদের তেমন কোনো যাত্রী নেই। তবে আগামী ৮ ও ১০ আগস্টের টিকিটের জন্য যাত্রীরা আসছে। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন যাত্রীদের চাপ থাকলেও সকাল থেকে তেমন চাপ নেই।

গাবতলী বাস টার্মিনালের সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার মির্জা ইরফান বাংলানিউজকে বলেন, আগামী ৮, ৯ ও ১০ আগস্ট যাত্রীদের চাপ থাকবে। তবে শুক্রবার রানিং যাত্রীদের চাপ থাকে। এবার অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আমাদের যে আশা ছিল, সে অনুযায়ী আমরা টিকিট বিক্রি করতে পারিনি। তবে গত ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও প্রায় নয় দিনের ছুটি থাকবে। এ কারণে যাত্রীরা আগে-ভাগেই বাড়ি যাচ্ছেন। এজন্যই সকাল থেকে যাত্রীর চাপ কম।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৯
এমএমআই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।