শনিবার (০৩ আগস্ট) বিকেলে উপজেলার আড়াইবাড়িয়া-নিহারগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক আসিফ ওই এলাকার মাজাহারুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যান আসিফ। এসময় বিদ্যুৎচালিত সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৯
আরএ