ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৯
হোসেনপুরে নারীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ঝরনা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার বাসুরচর গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ঝরনা ওই এলাকার রবিউল আউয়ালের স্ত্রী।

স্থানীয়রা জানান, বাড়িতে একাই ছিলেন ঝরনা। নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মৃত অবস্থায় ঝুলে ছিলেন তিনি। পরে বেলা আড়াইটার দিকে বাড়ির অন্যান্য লোকজন বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।