ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সচেতনতামূলক র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৯
খাগড়াছড়িতে সচেতনতামূলক র‌্যালি-সভা র‌্যালি, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে জঙ্গি, মাদক, ডেঙ্গু ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে টাউন হল প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মুক্তমঞ্চে আয়োজিত সভায় গিয়ে মিলিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ।

এতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, পৌর মেয়র মো. রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হয়ে জঙ্গিবাদ, মাদক ও গুজব রোধকল্পে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

সভা শেষে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।