ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু: সচেতনতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ স্কাউটস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
ডেঙ্গু: সচেতনতা বাড়াতে কাজ করছে বাংলাদেশ স্কাউটস

ঢাকা: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে কাজ করছে বাংলাদেশ স্কাউটসের সাড়ে তিন হাজার সদস্য। স্কাউটসের সদর দফতরে গঠন করা হয়েছে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কন্ট্রোল রুম। গত ২৬ জুলাই থেকে তাদের এ কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ স্কাউটসের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৮৬ জন এডাল্ট লিডারদের তত্ত্বাবধানে সাড়ে তিন হাজার স্কাউট ও রোভার স্কাউট এই কার্যক্রম পরিচালনা করছে।

ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটি করপোরেশনের সব ওয়ার্ডে ছোট ছোট দল করে মোট ২০টি জোনে ভাগ করা হয়েছে।

এসব জোনে স্কাউট ও রোভার স্কাউটরা এডাল্ট লিডারদের তত্ত্বাবধানে সব বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট দিয়েছেন। এসময় তারা বাড়ির বিভিন্ন জায়গায় এডিশ মশার লার্ভা শনাক্তের পাশাপাশি তা ধ্বংসও করেছে।  

এছাড়া ময়লা আবর্জনাযুক্ত স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাসহ প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সহযোগিতায় পানি জমে থাকা স্থানে ফগার মেশিনের সাহায্যে কীটনাশক দেওয়া হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক কন্ট্রোল রুমের তথ্যমতে, জনসাধারণের মাঝে ডেঙ্গু রোগ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এডাল্ট লিডার, স্কাউট ও রোভাররা এক লাখ ২৬ হাজার ১৩টি বাড়ি পরিদর্শন করেছে, ছয় হাজার ১১৭টি স্থানে এডিস মশার লার্ভা শনাক্ত করেছে ও এক হাজার ৬৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৯
ইএআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।