বুধবার (৭ আগস্ট) প্রত্যকে সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা যায়।
এতে বলা হয়, ঈদের ছুটি শুরুর আগেই বুধবার এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। অভিযানের অংশ হিসেবে সেনানিবাসের সব সড়ক, কার্যালয়, সৈনিক বাসস্থান, পারিবারিক বাসস্থান ও আশপাশ পরিষ্কার করা হয়। সেনা সদস্যদের পাশাপাশি তাদের পরিবারও এ কার্যক্রমে অংশ নেয়। এছাড়া সেনানিবাসের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করে।
এর আগে গত ২৫ জুলাই সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করেন। সে সময় তিনি সবাইকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। নিয়মিত বিরতিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১১৪৪, ৭ আগস্ট, ২০১৯
এইচজে