শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের নেতৃত্বে র্যালিটি বের হয়।
আদিবাসী, টিআইবি’র সচেতন নাগরিক কমিটি সনাকসহ বাঙালি ও ছাত্র সংগঠন মিলে সতেরটি উন্নয়ন সংগঠনের আয়োজনে নারী পুরুষ ও শিশুসহ কয়েক সহস্রাধিক মানুষ এতে অংশ নেন।
‘আদিবাসীদের ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ মূল প্রতিপাদ্যে র্যালিটি জলছত্রের কর্পোস খ্রিস্টি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে জলছত্র ও পঁচিশ মাইল বাজার হয়ে আবার ওই বিদ্যালয় মাঠে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।
উৎসবের আমেজে মধুপুর বনাঞ্চলের গারোরা আন্তর্জাতিক আদিবাসী দিবসের কর্মসূচি পালন করছে। আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণার বাস্তবায়ন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, বন ও ভূমির ওপর প্রথাগত অধিকার, রিজার্ভ ফরেস্ট বাতিল, সমতল ভূমির আদিবাসীদের আলাদাভূমি কমিশন গঠন দ্রুত বাস্তবায়নসহ ১১ দফা উত্থাপন করে তারা এ দিবস পালন করছে।
এতে সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
প্রবীর চিসিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, নারী ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ও সনাক সভাপতি বজলুর রশীদ খান, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক কামাল, আওয়ামী লীগ নেতা বাপ্পু সিদ্দিকী, আদিবাসী নেতা অজয় এ মৃ, উপজেলা মহিলা দলের সভাপতি পিউ ফিলোপিনা, আচিকমিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ম্রং, কেন্দ্রীয় গারো ছাত্র ফেডারেশনের সভাপতি প্রলয় নকরেক, কোচ নেতা গৌরাঙ্গ বর্মণ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
আরএ