ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিখোঁজের তিন দিন পর কৃষি জমিতে মিললো মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
নিখোঁজের তিন দিন পর কৃষি জমিতে মিললো মরদেহ নিখোঁজের পর উদ্ধার করা হয়েছে গলিত মরদেহ। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর কামারপাড়া এলাকার নিচু কৃষি জমি থেকে সুলতান আলী (৫১) নামে এক ব্যাক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে কৃষ্ণপুর কামারপাড়া এলাকার কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সুলতানের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার তৃতীয় দিন (১৪ আগস্ট) বাড়ি থেকে সুলতান নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

শুক্রবার সকালে বাড়ির পেছনে বৃষ্টির পানি জমে থাকা একটি কৃষি জমিতে সুলতানের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সুলতানের স্ত্রী শিউলি বেগম ও সন্তান শরীফ বাংলানিউজকে জানান, সুলতান দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। মাঝে মাঝে তিনি অসুস্থ হলে অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করতেন এবং বাড়ির লোকজনের ওপর চড়াও হতেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে বলেন, উদ্ধার করা মরদেহটি দুই/তিন দিন আগের। এটা প্রায় গলে গেছে। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত করছি। ইতোমধ্যে সুলতানের স্ত্রী ও পুত্রসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এফইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।