বুধবার (২১ আগস্ট) বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে। সুমি দীঘিনালার বাঁচা মেরুং এলাকার মো. আব্দুল মালেকের মেয়ে।
জানা যায়, দুপুরে সুমিসহ আরো ৪/৫ জন মিলে মাইনি নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে সুমি নদীর পানিতে ডুবে যায়। তাকে খুঁজে না পেয়ে অন্যরা চিৎকার দিলে তাৎক্ষণিক স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। ঘণ্টাখানেক পর ঘটনাস্থল থেকে দুইশ গজ দূর থেকে সুমির মরদেহ উদ্ধার করা হয়।
মেরুং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মো. সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এডি/জেডএস