ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে নতুন ডিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে নতুন ডিসি

ঢাকা: চুয়াডাঙ্গা ও খাগড়াছড়ি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. নজরুল ইসলাম সরকারকে চুয়াডাঙ্গা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে খাগড়াছড়ি জেলার ডিসি নিয়োগ করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


 
চুয়াডাঙ্গার ডিসি গোপাল চন্দ্র দাসকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এবং খাগড়াছড়ির ডিসি মো. শহীদুল ইসলামকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
 
একই দিনে জামালপুরের ডিসি আহমেদ কবীরকে ভিডিও কেলিঙ্কারির ঘটনায় ওএসডি করা হয়েছে। এ জেলায় নতুন ডিসি নিয়োগ পেয়ছেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ এনামুল হক।
 
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।