ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে দিনদুপুরে ২৬ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
মির্জাপুরে দিনদুপুরে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে দিনদুপুরে ফাঁকা গুলি ছুড়ে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। 

রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গার্লস স্কুলের সামনের পাকা সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।  

ছিনতাইকারীরা ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং করপোরেশনের ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদ সংলগ্ন বাইমহাটি এলাকার অগ্রণী ট্রেডিং করপোরেশনের অফিস থেকে সকাল সাড়ে ১১টার দিকে হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মতিন, সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুইটি মোটরসাইকেলে করে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে যান। এসময় তারা গার্লস স্কুলের কাছে পৌঁছামাত্র চারটি মোটরসাইকেল নিয়ে আগে থেকে ওৎ পেতে থাকা আট ছিনতাইকারী ফাঁকা গুলি করে ব্যাগে থাকা ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ ঘটনার পর থেকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের ধরতে ও টাকা উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।