ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভিডিও কেলেঙ্কারি: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
ভিডিও কেলেঙ্কারি: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুর: জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের নারী কেলেঙ্কারির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জেলা শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলন নামে একটি সংগঠন এর আয়োজন করে।

ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক হাফিজ রায়হান সাদা, শওকত জামান, নারী নেত্রী শামীমা খান প্রমুখ।

মানববন্ধন থেকে সম্প্রতি জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীর ও তার নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও ফাঁসের ঘটনায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ যারা ভিডিওটি ফাঁস করেছে তাদেরও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।