ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৬৪০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
বেনাপোল সীমান্তে ৬৪০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক  আটক হাসান ও তানজিলা

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত থেকে ৬ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১০টায় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বালুন্ডা গ্রামের কুরবান আলীর ছেলে হাসান আলী (৩৫) ও তার স্ত্রী তানজিলা খাতুন (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্ত পথে ইয়াবার একটি চালান পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হাসান ও তার স্ত্রী তানজিলাকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ইয়াবার দাম ৩০ লাখ টাকা বলে জানায় পুলিশ।

বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর লতিফ জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।