ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে বিদেশি সিগারেট-মোবাইলসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
শাহজালালে বিদেশি সিগারেট-মোবাইলসহ আটক ১ আটক কাশেম বিমানবন্দর আর্মড পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৭৪ কার্টন আমদানী নিষিদ্ধ সিগারেট ও ৯৬টি মোবাইল ফোনসহ আবুল কাশেম (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। কাশেম ফেনী জেলার ফুলগাজী উপজেলার মনিপুর (আমজাহাট) এলাকার মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে।

 

আর্মড পুলিশ সূত্রে জানায়, সকালে দুবাই থেকে কুয়েত এয়ার লাইন্সের একটি ফ্লাইটে (কেইউ  ২৮৫) ঢাকায় আসেন কাশেম। পরে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এ সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন তিনি। এ সময় তার কাছ থেকে ইজি স্পেশাল গোল্ড, ইজি স্পেশাল লাইট ও ৩০৩ এস এস ব্রাউন  ব্র্যান্ডের ২৭৪ কার্টন সিগারেট ও ৯৬টি মোবাইল ফোন এবং চারটি ল্যাপটপ জব্দ করা হয়।  

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দ করা সিগারেট ও মোবাইল ফোন এবং ল্যাপটপের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।