ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে জাল নোটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
বাবুগঞ্জে জাল নোটসহ আটক ১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক হাজার টাকার ৪৪টি জাল নোটসহ কাঞ্চন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।  

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনগত রাতে উপজেলার দেহেরগতি এলাকা থেকে এক হাজার টাকার ৪৪টি জাল নোটসহ তাকে আটক করা হয়।

কাঞ্চন ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সাইদুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।