ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চারুকলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
চারুকলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী। চারুকলার জয়নুল গ্যালারি-১ ও ২ গ্যালারিতে একযোগে ঠাঁই পেয়েছে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী।
 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুকে নিয়ে শতাধিক শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী।

 

শ্রেষ্ঠত্বের বিচারে সেরা পাঁচ ক্যাটাগরিতে ছয় শিল্পীকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃতরা হলেন- বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছেন সৈয়দ ফিদা হোসেন, শেখ ফজিলাতুন্নছা মুজিব পুরস্কার পেয়েছেন ফাইজার হোসেন, শেখ রাসেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে প্রসূন হালদার ও সুমিতা হালদার শ্বেতা, শেখ কামাল পুরস্কার পেয়েছেন গৌরব নাগ এবং শেখ জামাল পুরস্কার পেয়েছেন অরিজিৎ শর্মা। পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রদর্শনীর উদ্বোধক শিল্পী।

বাংলাদেশ সময়: ০৭৫২, আগস্ট ৩১, ২০১৯
এইচএমএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।