রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফোয়াদ উপজেলার মাদারগঞ্জ হাজীপাড়া গ্রামের মৃত সুব্রত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ওই মহাসড়ক দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ফোয়াদ। পথে পঞ্চগড় থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিদা রহমান বাংলানিউজকে বলেন, ময়না-তদন্তের জন্য মরদেহটি ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
এসআরএস