ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার আহ্বান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য রক্ষার আহ্বান

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী প্রাচীন ঈদগাহ ময়দান শোলাকিয়ার ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের নেতারা। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সরকারের কাছে এ আহ্বান জানান তারা। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ।

 

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, প্রবীণ সাংবাদিক সুবীর বসাক, সাইফউদ্দীন আহমেদ লেনিন, আবু তাহের, আনিসুজ্জামান খোকন, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, ফাইজুল হক গোলাপ, আল আজহার, মাহবুবুল আলম নজরুল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্যকে কোনো অবস্থাতেই ম্লান হতে দেওয়া যায় না।  

সরকার মসজিদ কমপ্লেক্স নির্মাণের যে উদ্যোগ নিয়েছে, এটাকে স্বাগত জানিয়ে বক্তারা আরও বলেন, মসজিদ কমপ্লেক্সটি ঈদগাহে হলে ঈদগাহের ঐতিহ্য যেমন নষ্ট হবে, তেমনি এর পরিধিও কমে যাবে। তাছাড়া ওয়াকফকৃত ঈদগাহের জায়গায় মসজিদ নির্মাণও ধর্মীয় রীতিনীতির পরিপন্থী। এ অবস্থায় শোলাকিয়া ঈদগাহের সামনের গরুর হাটটি অন্যত্র স্থানান্তর করে সে জায়গায় মসজিদ কমপ্লেক্স নির্মাণের দাবি জানানো হয়।

এ দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি পেশসহ প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরবি/                                                                                                                               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।