দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এনজিও সংস্থা রাফির উদ্যোগে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে গত ২৮ অগাস্ট (বুধবার) থেকে শুরু হওয়া পাঁচদিনের এ সম্মেলন সম্পন্ন হয় ১ সেপ্টেম্বর (রোববার)।
সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের প্রায় ২শ জন তরুণ প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দেন।
সম্মেলনে বিশ্বের প্রায় ২শ জন তরুণ প্রতিনিধিরা মালের হুবহু সেন্ট্রাল পার্কে হেঁটে হেঁটে তাদের নিজ নিজ দেশের জাতীয় পতাকা তুলে ধরেন। একইসঙ্গে তরুণ প্রতিনিধিদের নিজ নিজ দেশে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সে সম্পর্কে তাদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়।
বাংলাদেশের শারমিন নাহার লীনা উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথি, সাংবাদিক, তরুণদের সামনে বক্তব্যের মাধ্যমে তার চিন্তা চেতনা তুলে ধরেন। পরে তাকে ‘গ্লোবাল পিস কান্ট্রি লিডার অ্যাওয়ার্ড’ প্রদান করেন অনুষ্ঠান কর্তৃপক্ষ। শারমিন লীনা বাংলাদেশে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সেসঙ্গে যুব সমাজকে সামাজিক কাজে সম্পৃক্ত করে সৃজনশীল কাজের প্রতি উৎসাহ দিচ্ছেন।
অ্যাওয়ার্ড প্রাপ্তিতে শারমিন লীনা বলেন, সত্যিই দারুণ একটি অর্জন এটি। বাংলাদেশের নাম বহির্বিশ্বে উজ্জ্বল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। এভাবে সারাবিশ্ব যেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারি। সেজন্য সবার দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছেন তিনি। পুরস্কার অর্জন বড় বিষয় নয় সমাজে কাজ করাটা বড় বিষয়। পুরস্কারটা হলো উৎসাহিত করা। আমার এই সম্মাননা আমার কাজকে আরও বহুগুণ সামনে এগিয়ে নিয়ে যাবে।
শারমিন নাহার লীনা এর আগে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সংবাদ উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। তার গ্রামের বাড়ি মাগুরায়। বর্তমানে তিনি আন্তর্জাতিক যুব কমিটির বাংলাদেশের ডেপুটি অ্যাম্বাসেডর হিসাবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি এমএম গ্রুপ অব কোম্পানির ওভারসিজ কমিউনিকেশন কর্মকর্তা হিসাবে কর্মরত।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এএটি