ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষিমন্ত্রীর দুঃখ প্রকাশ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষিমন্ত্রীর দুঃখ প্রকাশ

মধুপুর(টাঙ্গাইল): এবার কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্যমূল্য না পাওয়ার ঘটনার দুঃখ প্রকাশ করে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেছেন, সামনের দিনে এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আগাম ব্যবস্থা নেওয়া হবে।

এবার যাদের কাছ থেকে ধান কেনা হয়েছে তাদের তালিকা দেখে অনিয়ম অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেন।

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এমন কথা বলেন।



টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয় ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উন্নয়নের নানা দিক তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, দেশে এখন ৪০ লাখ টন আলু উদ্বৃত্ত রয়েছে। মানুষের দেহ সচল রাখার জন্য যেমন রক্ত অপিরহার্য তেমনি দেশের অর্থনীতি সচল রাখার নিয়ামক বিদ্যুৎ। সে বিদ্যুৎ উৎপাদনে সরকার রেকর্ড গড়েছে। প্রতিটি স্তরে উন্নয়নের জন্য দেশ এখন সারা বিশ্বের কাছে রোল মডেল।


সরকারের যতো উন্নয়ন প্রকল্প চলমান তা আগামী প্রজন্মের জন্য- মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেন, আমাদের আগামী প্রজন্মের সন্তানদের উন্নত শিক্ষায় শিক্ষিত করতে হবে। যাতে তারা দেশপ্রেমিক হয়ে সত্যিকার অর্থে আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারে। তাদের উন্নয়নের স্বপ্ন দেখাতে হবে। সে স্বপ্নের মধ্যে হাসপাতালের চিকিৎসার উন্নয়নও পড়ে।

দেশের ১৪টি ১০০ শয্যায় উন্নীতকরণ স্বাস্থ্য কমপ্লেক্সের পাইলট প্রজেক্টের মধ্যে প্রধানমন্ত্রীর নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পর মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান কৃষিমন্ত্রী।  

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধনী সভায় বক্তৃতা করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের এসএসকের মহাপরিচালক ডা. শাহাদৎ হোসেন মাহমুদ, স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহ্সচিব অধ্যাপক ডা. আবদুল আজিজ, স্বাস্থ্য অধিদপ্তরের সিভিএইচসির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. আবুল হোসেন খান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নজরুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ডা. আমিসুল হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ইউএনও তাসলিমা আহমেদ পলি, মধুপুর উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি প্রমুখ।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ফলক উন্মোচন করে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হওয়া মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নতুন ভবনের উদ্বাধন করেন। এসময় মন্ত্রীর সম্মানে আদিবাসী নৃত্য পরিবেশিত হয়।

অন্যদিকে একইদিন এর আগে ধনবাড়ী উপজেলার পাইস্কা বাজার উন্নয়নকল্পে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে চারতলা পাকা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ হীরা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ ফরিদসহ উপজেলার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।