রোববার (৮ আগস্ট) বিকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী এ কথা জানান।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিকারুজ্জামান চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, 'প্রাথমিক তদন্তে দেখা গেছে, রোহিঙ্গা শরণার্থীরা খুব একটা সীম নিবন্ধন করেনি।
নিকারুজ্জামান বলেন, চাইলে ২৪ ঘন্টার মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করা যাবে। কিন্তু তাতে স্থানীয় জনগোষ্ঠী চরম দূর্ভোগের শিকার হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ আবদুল মতিন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এসবি/এমইউএম/এমএইচএম