ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ১১৩ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
বগুড়ায় ১১৩ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন  ভিডিও কনফারেন্সে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বগুড়া: ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়ায় ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসন কার্যালয়ের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া শাজাহানপুর উপজেলার বীরগ্রামে নির্মিত ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার), পাওয়ার ডিভিশনের সাধারণ সম্পাদক রেজানুর রহমান, শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক রাগেবুল হাসান রিপু, টি-জামান-নিকেতা, বগুড়ার বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।