ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে মাছ ধরার দু’টি ট্রলার ডুবি, ৩৫ জেলে নিখোঁজ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বঙ্গোপসাগরে মাছ ধরার দু’টি ট্রলার ডুবি, ৩৫ জেলে নিখোঁজ

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দু’টি মাছ ধরার ট্রলার ডুবির খবর পাওয়া গেছে। এতে ট্রলারসহ ৩৫ জেলে নিখোঁজ রয়েছে। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।  

মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরের গঙ্গামতির দক্ষিণে মাছ ধরার সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝড়ের কবলে পড়ে পিরোজপুরের পাড়েরহাটের ইকবাল আড়তারের মালিকানা এফবি আল-ছত্তারসহ ১৮ জেলে এবং তার কিছুক্ষণ পরই পার্শ্ববর্তী পিরোজপুরের নিমাই বাবুর মালিকানা এফবি পূর্ণিমা ট্রলারসহ ১৭জন জেলে ডুবে যায়।

এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (রাত সাড়ে ৮টা) ট্রলার ও জেলেদের সন্ধান পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।