ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
রাজধানীতে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ৫ র‌্যাবের অভিযানে মাদকসহ আটক পাঁচজন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জ ও ডেমরা এলাকা থেকে ইয়াবা-ফেনসিডিলসহ পাঁচ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

আটক ব্যক্তিরা হলেন ইউসুফ আলী (২৫), দ্বীন ইসলাম বাদশা (৩৯), ইসমাইল আকন (২৬), শেখ টুটুল (২৮)ও  মুন্না (২৮)।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০র একটি দল। অভিযানে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা ইউসুফ আলী ও দ্বীন ইসলাম বাদশাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার রাত পৌনে ৯টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০র আরেকটি দল। অভিযানে একশ’ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা ইসমাইল আকনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ডেমরা এলাকায় অভিযান চালিয়ে দু’টি মোবাইল ফোন ও ২৯ পিস ইয়াবাসহ শেখ টুটুল ও মুন্নাকে আটক করে র‌্যাব-১০।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমএমআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।