ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় প্রাণিসম্পদ অফিসের ঝাড়ুদারের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
পাবনায় প্রাণিসম্পদ অফিসের ঝাড়ুদারের আত্মহত্যা

পাবনা: পাবনা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের ভেতরে সেলিম রেজা (২৫) নামে এক ঝাড়ুদার   গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের লাইব্রেরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সেলিম ঈশ্বরদী উপজেলার চর গড়গরি গ্রামের তুজাম উদ্দিনের ছেলে।

তিনি সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদার ছিলেন।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, উপজেলা প্রাণী চিকিৎসক ডা. নাজমুল হোসাইন সোমবার সকালে অফিসে এসে বাইরে ঝাড়ুদার সেলিমের মোটরসাইকেল এবং অফিসের প্রধান গেট তালা দেওয়া দেখে সেলিমকে মোবাইলে ফোন দেন। সেলিম ফোন রিসিভ না করায় তিনি নিজের কাছে থাকা চাবি দিয়ে ভেতরে প্রবেশ করে অফিসের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেলিমকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল ইসলাম আরও জানান, ধারণা করা হচ্ছে ভোরে কোনো এক সময় সেলিম ঝাড়ু দিতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, কেন সেলিম অফিসে এসে আত্মহত্যা করলেন সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।