মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জেলা শহরের মাইজদীর গ্রিন হল কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান ও এনআরডিএস যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।
এনআরডিএস’র নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবদু রউফ, নোয়াখালী কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর বেলায়েত হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন পাটওয়ারী, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএইচ