সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সোনাহাট স্থলবন্দরের সভাকক্ষে আয়োজিত গণশুনানি গ্রহণ করেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব আলাউদ্দিন ফকির (অর্থ ও প্রশাসন)।
গণশুনানিতে স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাহফুজুর রহমান, সহকারী পরিচালক গিয়াস উদ্দিন, কাস্টমস কর্তৃপক্ষ, পুলিশ, বিজিবি, আমদানি ও রপ্তানি কারক সমিতির সদস্য, সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গণশুনানি চলাকালে অতিরিক্ত সচিব আলাউদ্দিন ফকির বলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে দেশের প্রতিটি স্থল বন্দরে গণশুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে অনেক বিষয়ে সাফল্য অর্জন করেছি।
এ সফলতা ধরে রাখতে সবাইকে সততা, নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। স্থলবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সবার অভিযোগ ও মতামত শোনেন এবং তা প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান অতিরিক্ত সচিব আলাউদ্দিন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এফইএস/আরআইএস/