ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে শিশু ধর্ষণ, ধর্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
কমলনগরে শিশু ধর্ষণ, ধর্ষক কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলতাফ হোসেন মাসুদ (৪৫) নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযু্ক্ত আলতাফ হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জয়নাল মাস্টার বাড়ির মৃত শফিকুল হায়দারের ছেলে।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রতিবেশী আলতাফ ওই শিশুকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে। বাড়ি এসে শিশুটি তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়।  

কমলনগর থানার উপ-পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।