ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালকে স্মার্ট সিটি করতে সব সহযোগিতা করা হবে: পলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
বরিশালকে স্মার্ট সিটি করতে সব সহযোগিতা করা হবে: পলক প্রতিমন্ত্রীকে স্মার্ট বরিশাল গড়ার পরিকল্পনা জানান মেয়র। ছবি: বাংলানিউজ

বরিশাল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র নগরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন। এটি করতে আইটি সেক্টরের যা যা প্রয়োজন হবে, সে বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে। বঙ্গবন্ধু বরিশালকে প্রাচ্যের ভেনিস হিসেবে দেখতেন। মেয়র সে প্রাচ্যের ভেনিসকে নতুন করে গড়তে কাজ করছেন। বিসিসি ও মেয়রের পরিকল্পনায় বরিশাল স্মার্ট সিটি হবে। আর সেটা অনুসরণ করবে অন্য সিটিগুলো।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন ও সেখানে মেয়রের কার্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালকে স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে তার পরিকল্পনার কথা জানান ও একটি ভিডিও দেখান।

এসময় পলক বলেন, এ পরিকল্পনা দেখে আমি অভিভূত।  

তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলরদের অফিসগুলো ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করতে মেয়র যে পরিকল্পনা করেছেন, তা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।

প্রতিমন্ত্রী বলেন, বরিশাল নগরে যত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বরিশালের হাইটেক পার্কের নির্মাণ কাজ এ বছরই শুরু করা হবে। এ পার্কে একটি সিনেপ্লেক্সও থাকবে।

এসময় প্রতিমন্ত্রী ও মেয়রের সঙ্গে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কাউন্সিলর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, দুপুরে ঝালকাঠি থেকে সড়কপথে বরিশালে আসেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুরুতে তিনি সার্কিট হাউজে ওঠেন। সেখানে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর প্রতিমন্ত্রী বরিশাল সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন পরিদর্শন করেন ও পরে নগরের কাশিপুর এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ পরিদর্শন করেন।

বাংলা‌দেশ সময়: ২১৩০ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৬, ২০১৯
এমএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।