বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন ও সেখানে মেয়রের কার্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশালকে স্মার্ট সিটিতে রূপান্তরের লক্ষ্যে তার পরিকল্পনার কথা জানান ও একটি ভিডিও দেখান।
তিনি বলেন, বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলরদের অফিসগুলো ডিজিটাল সেন্টারে রূপান্তরিত করতে মেয়র যে পরিকল্পনা করেছেন, তা নিঃসন্দেহে ভালো উদ্যোগ।
প্রতিমন্ত্রী বলেন, বরিশাল নগরে যত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে। বরিশালের হাইটেক পার্কের নির্মাণ কাজ এ বছরই শুরু করা হবে। এ পার্কে একটি সিনেপ্লেক্সও থাকবে।
এসময় প্রতিমন্ত্রী ও মেয়রের সঙ্গে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কাউন্সিলর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুরে ঝালকাঠি থেকে সড়কপথে বরিশালে আসেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। শুরুতে তিনি সার্কিট হাউজে ওঠেন। সেখানে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর প্রতিমন্ত্রী বরিশাল সিটি করপোরেশনের অ্যানেক্স ভবন পরিদর্শন করেন ও পরে নগরের কাশিপুর এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজ পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এমএস/একে