ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘাসের বস্তায় ৪ লাখ টাকা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
ঘাসের বস্তায় ৪ লাখ টাকা! বিজিবির হাতে আটক রতন চন্দ্র সরকার। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর পরশুরামের সীমান্তবর্তী বাউরপাথর গ্রামে ঘাসের বস্তা থেকে সাড়ে চার লাখ টাকাসহ রতন চন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। 

রতন সরকার পরশুরাম পৌর এলাকার সতিশ চন্দ্র সরকারের ছেলে।

হাবিলদার মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বাউরপাথর গ্রাম থেকে টাকাসহ রতন সরকারকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা ঘাসের বস্তায় লুকানো অবস্থায় সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহবুবুর রহমান পিপিএম বাংলানিউজকে জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএইচডি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।