ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুরমা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
সুরমা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

সিলেট:  সিলেটের সুরমা নদীতে নিখোঁজ ওয়াহিদ আহমদ মিরাজ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খাদিমপাড়া কুশিঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরিরা।

নিহত কিশোর মিরাজ  নগরের শিবগঞ্জ হাতিমবাগের মিনার আহমদের ছেলে ও স্থানীয় সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, এদিন বিকেলে সহপাঠিদের কয়েক জনের সঙ্গে সুরমা নদীর তীরে ঘুরতে গিয়ে বন্ধুদের সঙ্গে নদীতে নামে মিরাজ। পরে স্রোতের তোড়ে সে নদীতে হারিয়ে যায়।

দমকল বাহিনী সিলেটের কন্ট্রোল রুম থেকে বলা হয়, কিশোরটি যেখানে তলিয়ে গিয়েছিল এর খানিকটা দূর থেকে তার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল কাইয়ুম চৌধুরী বাংলানিউজকে জানান, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় ওই কিশোর। তার মরদেহ উদ্ধারের পর পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।