ঢাকা বিশ্ববিদ্যালয়/ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়: মুজিববর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
ঢাবি উপাচার্য বলেন, রিসার্চ ইনস্টিটিউট চালুর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির রিপোর্টের ভিত্তিতে বিষয়টি পরবর্তী সিন্ডিকেট সভায় উঠবে, তারপর সিনেটে পাস হবে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা সেপ্টেম্বর ২৯,২০১৯
এসকেবি/এমএইচএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।