ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
ভৈরবে নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় রাজিব (২২) নামে অটোরিকশা গ্যারেজের এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কালীপুর-উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের মরহুম মন্নাফ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার রতন খানের অটোরিকশা গ্যারেজে নৈশপ্রহরীর চাকরি করতেন রাজিব। সকালে গ্যারেজে তার গলা কাটা মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভৈরব থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. বাহালুল খান বাহার বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।