ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোত্তাকিন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

মৃত মোত্তাকিন নেত্রকোনার পূর্বধলা উপজেলার হাপানিয়া গ্রামের আব্দুল হাই’র ছেলে। বর্তমানে বাড্ডা সাতারকুল এলাকায় থাকতেন।

সহকর্মী ইজাজুল জানান, তারা সাতারকুল এলাকায় একটি বাড়ির পাইলিংয়ের কাজ করছিল। সকালে মাটির ট্রাকে উঠলে বাইরের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।