ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
 বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ব‌রিশাল: ‘বয়সের সমতার পথে যাত্রা’ স্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে নগরীর সার্কিট হাউস চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা  হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।



পরে অশ্বিনী কুমার হলে এ দিবসকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. মো. ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল-মামুন তালকুদার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের বরিশাল সভাপতি ডা. মো. ইসতিয়াক হোসেন, সমাজসেবক বিজয় কৃষ্ণ দে প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।