ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়: দুর্গাপূজা উপলক্ষে দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী (ইমিগ্রেশন) যাতায়াত সেবা চালু থাকবে।

বুধবার (০২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বাংলানিউজকে বিষয়টি জানান।

বাবলা জানান, নর্থ বেঙ্গল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ, ভারতের সঙ্গে আলোচনা করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে আগামী ৪-১১ অক্টোবর পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী ১২ অক্টোবর থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।