ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৭৩ আইফোন জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
শাহজালালে ৭৩ আইফোন জব্দ  জব্দ আইফোন

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৩টি আইফোন (১১ প্রো) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। 

বুধবার (২ অক্টোবর) দিনগত রাত ১টায় গ্রিন চ্যানেলে নজরদারি করে এই আইফোন জব্দ করা হয়। জব্দ ফোনের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

কাস্টম হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি বাড়ায় কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বুধবার মধ্যরাতে হংকং থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর কেএ-১১০ এর যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার বহন করা লাগেজে ৭৩টি সবশেষ মডেলের আইফোন পাওয়া যায়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।  

কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, জব্দ পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।