বুধবার (২ অক্টোবর) দিনগত রাত ১টায় গ্রিন চ্যানেলে নজরদারি করে এই আইফোন জব্দ করা হয়। জব্দ ফোনের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাস্টম হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারি বাড়ায় কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বুধবার মধ্যরাতে হংকং থেকে ঢাকাগামী ফ্লাইট নম্বর কেএ-১১০ এর যাত্রী মোস্তফা মিয়াকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তার বহন করা লাগেজে ৭৩টি সবশেষ মডেলের আইফোন পাওয়া যায়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, জব্দ পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
টিএম/এএ