রোববার (৬ অক্টোবর) সকালে দুদক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সংহতি জানান নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
কর্মসূচিতে ওই সংগঠনের আহ্বায়ক আরমান হোসেন পলাশ বলেন, লুটেরাদের দুর্নীতি দমন আইনের আওতায় এনে বিচার এবং সরকারি কর্মচারীদের আটকের পূর্বানুমতির আইন বাতিল করে, চলমান দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রেখে দেশ থেকে দুর্নীতি মুক্ত করার দাবি জানাই।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মার্কা ব্যবসা (নমিনেশন বাণিজ্য) দুর্নীতির মূল। দেশের সম্পদ বিদেশে পাচারকারীরা দেশের প্রধান শত্রু। ক্যাসিনো জুয়াড়িরা নয় শুধু তাদের জুয়ার টাকার ভাগ যে রাঘব-বোয়ালেরা নিয়েছেন। তাদের আটক না করলে তারা নতুন নতুন জুয়ার আসর বসাবে।
আবুল কালাম আজাদ বলেন, রাঘব-বোয়ালদের আটক না করলে এই অভিযান লোক দেখানো অভিযান বলে প্রমাণিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৯
ডিএন/এএটি