ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার ক্ষমতা জরুরি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার ক্ষমতা জরুরি

গোপালগঞ্জ: বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশে এ ধরনের উন্নয়ন সম্ভব হচ্ছে। বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার বিকল্প নেই।

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ এসব কথা বলেন।

অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী বলেন, ২০১৯ সালে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ইতিহাসে সফলতম হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ায় গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহকে গোপালগঞ্জ জেলার আওয়ামী আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন  করা হয়।

 

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুসরণ করে হজ ব্যবস্থাপনাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করি। বিশেষ করে হজযাত্রীদের জেদ্দায় ৬-৮ ঘন্টার অপেক্ষা সময় ও কষ্ট লাঘব এবং লাগেজ ব্যবস্থাপনা সহজীকরণের লক্ষে সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় আমরা সফলভাবে বাস্তবায়ন করি। এতে হজযাত্রীসহ সবার কাছ থেকে প্রশংসা পেয়েছি।

অনুষ্ঠানে উপস্থিতিদের একাংশ। দায়িত্ব গ্রহণের পরপরই আমার জন্য চ্যালেঞ্জ ছিল, শান্তিপূর্ণভাবে উপায়ে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার ব্যবস্থা করা। ২০১৯ সালে বাংলাদেশের তাবলীগ জামাতের মধ্যকার বিরোধ সত্ত্বেও বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন এ বছর সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজা অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীগণ তাদের উৎসবগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি।

গোপালগঞ্জ জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ জুলকদর রহমানের সঞ্চালনা ও জেলা আইজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট ও অতিরিক্ত জেলা প্রশাসক, গোপালগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রীকে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সর্বস্তরের সদস্যদের পক্ষ থেকে ক্রেস্ট সম্মাননা পত্র এবং পবিত্র কুরআন শরীফ উপহার দেয়া হয়। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বার্তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।