শনিবার (১২ অক্টোবর) দুপুরে এই গ্রাফিতি অঙ্কনের কাজ শুরু হয়। অবশ্য দু’দিন আগে থেকেই এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়। নিহত আবরার ফাহাদের স্মরণে বুয়েটের তিতুমীর হল সংলগ্ন দেয়াল এবং শহীদ মিনার চত্বর এলাকার দুটি দেয়ালে এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলছে।
বুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের ১৬ ব্যাচের শিক্ষার্থী ঋতু প্রভা দেবী বাংলানিউজকে বলেন, তিনটি জায়গায় ২৪টি গ্রাফিতি আঁকা হবে। আবরার ফাহাদের স্মরণে, তার হত্যাকাণ্ড এবং সেইসঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতীকী ছবিগুলো দেয়ালে ফুটিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
আরকেআর/টিএ