সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল বাউন্ডারির লোহার গ্রিলের সঙ্গে তালা দেওয়া একটি সাইকেল চুরির সময় তাদের হাতে-নাতে আটক করা হয়।
ঢামেক হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মোসলেম উদ্দিন জানান, সম্প্রতি হাসপাতালে বাইসাইকেল চুরি বেড়ে যাওয়ায় এ বিষয়ে বাড়তি মনিটরিং করতে থাকেন আনসার সদস্যরা।
তিনি আরো জানান, হাসপাতালে গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা থাকলেও বাইসাইকেল পার্কিংয়ের জায়গা নেই। কেউ টাকার বিনিময়ে পার্কি প্লেসে বাইসাইকেল রাখতে চাননা। ঢামেক হাসপাতালে প্রতিদিন বাইসাইকেল নিয়ে ৪০-৫০ জন আসেন। পার্কিং প্লেসের অভাবে তারা হাসপাতালের বিভিন্ন জায়গায় গ্রীলের সঙ্গে তালা দিয়ে রাখেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, দুই চোরকে সাইকেলসহ শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এজেডএস/পিএম/আরএ