বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে হয়েছে বাল্যসেবা, দুপুরে পুণ্যসেবার মধ্যদিয়ে শেষ হবে সাধুদের সাধুসঙ্গ। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ‘রাখালসেবার’ মধ্য দিয়ে শুরু হয় সাধু সঙ্গের মূল কার্যক্রম।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আখড়াবাড়ীতে শুরু হয়েছে একযোগে বাউল-সাধু-ভক্তদের পুণ্যসেবা।
সাধুদের পুণ্যসেবার মধ্যে রয়েছে সাদা ভাত, ডাল, সবজি, মাছ, দই। সব সাধু-ভক্তদের খাবার দেওয়া শেষ হলে তারপর একসঙ্গ সেবা নেবে সবাই। সেবাগ্রহণ শেষে আবেগঘন পরিবেশে সাধুরা সাঁইজির ধাম ছেড়ে চলে যাবে আপন নীড়ে।
এদিকে সাধুসঙ্গ শেষ হলেও লালন একাডেমির আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর কালিনদের পাড়ে গ্রামীণমেলা চলবে আরও একদিন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আরএ