ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ছেঁউড়িয়ায় পুণ্যসেবার পরই শেষ হবে সাধুসঙ্গ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ছেঁউড়িয়ায় পুণ্যসেবার পরই শেষ হবে সাধুসঙ্গ আখড়াবাড়ীতে বাউল-সাধু-ভক্তদের খাবার দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ী থেকে: পুণ্য সেবার মধ্য দিয়ে শেষ হবে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ীতে সাধুদের সাধুসঙ্গ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে হয়েছে বাল্যসেবা, দুপুরে পুণ্যসেবার মধ্যদিয়ে শেষ হবে সাধুদের সাধুসঙ্গ। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ‘রাখালসেবার’ মধ্য দিয়ে শুরু হয় সাধু সঙ্গের মূল কার্যক্রম।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে আখড়াবাড়ীতে শুরু হয়েছে একযোগে বাউল-সাধু-ভক্তদের পুণ্যসেবা।

সাধুদের পুণ্যসেবার মধ্যে রয়েছে সাদা ভাত, ডাল, সবজি, মাছ, দই। সব সাধু-ভক্তদের খাবার দেওয়া শেষ হলে তারপর একসঙ্গ সেবা নেবে সবাই। সেবাগ্রহণ শেষে আবেগঘন পরিবেশে সাধুরা সাঁইজির ধাম ছেড়ে চলে যাবে আপন নীড়ে।

এদিকে সাধুসঙ্গ শেষ হলেও লালন একাডেমির আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর কালিনদের পাড়ে গ্রামীণমেলা চলবে আরও একদিন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।