বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে তাদের ডিবি থেকে র্যাব-১ কার্যালয়ে নেওয়া হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সম্রাট ও আরমানের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মাদক ও অস্ত্র মামলার তদন্ত করছিল ডিবি।
বুধবার (১৬ অক্টোবর) মামলা দু’টির তদন্তভার পেয়েছে র্যাব। ফলে তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে তাদের র্যাব হেফাজতে নেওয়া হয়েছে।
গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে 'ক্যাসিনো সম্রাট' হিসেবে পরিচিত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে সহযোগী আরমানসহ গ্রেফতার করে র্যাব। ৭ অক্টোবর তাদের বিরুদ্ধে রমনা থানায় দু’টি মামলা দায়ের করা হয়। ওই দুই মামলায় ১০ দিনের রিমান্ড চলাকালীন বুধবার মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
পিএম/এএ