শুক্রবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের পাহাড়তলীর লংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
হারুণ গাজী ইন্দুরকানী উপজেলার পত্তাশি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের মৃত মুজিবর রহমান গাজীর ছেলে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, হারুণ গাজীর মোবাইল ট্রাকিংয়ের পর অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের পাহাড়তলীর পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে সেখানকার পুলিশ হারুণ গাজীকে অলংকার বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হারুণ গাজীকে ইন্দুরকানীতে আনার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জেলার ইন্দুরকানী বাজার এলাকা থেকে হারুণ গাজীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপরহণকারীরা। এরপর তার ছেলে কুদ্দুস গাজী ওইদিন বিকেলে ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি করেন।
কুদ্দুস গাজী বাংলানিউজকে বলেন, বাবাকে অপহরণ করার পর মায়ের ফোনে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে কে বা কারা এ কাজ করেছে তা আমরা জানিনা।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এনটি