ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপু‌রে স্কুলছাত্রী‌কে ধর্ষ‌ণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
গাজীপু‌রে স্কুলছাত্রী‌কে ধর্ষ‌ণের অভিযোগ প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কা‌শিমপুর থানা এলাকায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী‌কে ধর্ষ‌ণের অভিযোগ উঠেছে।

শ‌নিবার (১৯ অক্টোবর) দিনগত রাত ১টার দি‌কে এ ঘটনা ঘ‌টে।

কা‌শিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বাংলানিউজকে জানান, ভুক্তভোগী ওই ছাত্রী কা‌শিমপুর এলাকায় প‌রিবারের সঙ্গে থাকে।

স্থানীয় প্রাইমারি স্কু‌লের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সে। রাতে প্রতিবেশী এক যুবক তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পেয়েছেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বা‌দী হ‌য়ে কাশিমপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেছেন। প‌রে স্বাস্থ্যপরীক্ষার জন্য ভুক্তভোগীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌ল পাঠা‌নো হ‌য়ে‌ছে।  

‌আকবর আলী বলেন, বিষয়‌টি তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে ও আসামিকে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরএস/কেএসডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।