ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিসিএস প্রশাসন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
বিসিএস প্রশাসন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা: রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন একাডেমির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার সভায় সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ, স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদ।  

আলোচনা সভায় বক্তারা বিসিএস প্রশাসন একাডেমি নিয়ে তাদের স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমআইএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।