ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়েকে উত্ত্যক্ত করায় যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
মেয়েকে উত্ত্যক্ত করায় যুবককে কুপিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত  করায় মামুন বেপারী (২২) নামে এক বখাটে যুবককে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি।

এ ঘটনায় ওই ব্যক্তিকেও কুপিয়ে আহত করে বখাটে মামুন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন বড় নওগাঁ গ্রামের জলিল বেপারীর ছেলে।  

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কিছু দিন ধরে মামুন একই এলাকার সাহেব আলী মালের স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সাহেব আলী ও মামুনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহেব আলী চাপাতি দিয়ে কুপিয়ে মামুনকে জখম করেন। মামুনও দা দিয়ে সাহেব আলীকে কুপিয়ে আহত করেন। পরে মামুনকে উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মামুনের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সাহেব আলী পুলিশি হেফাজতে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।